News- ডেল কিনছে মাইক্রোসফট?


ডেল কিনছে মাইক্রোসফট?

এক সময়ের শীর্ষ কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান ডেলের এখন বেহাল দশা যুক্তরাষ্ট্রের কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠানটিকে কেনার ব্যাপারে সম্প্রতি আগ্রহ দেখিয়েছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট
ওয়াল স্ট্রিট জার্নাল-এ প্রকাশিত এক সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ডেল কেনার ব্যাপারে সম্ভাবনাগুলো খতিয়ে দেখছে মাইক্রোসফট এবং এ নিয়ে আলোচনাও চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি
প্রতিষ্ঠান দুটির ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে ওই প্রতিবেদনে বলা হয়, কম্পিউটারের বিক্রি কমে যাওয়ার লোকসানের মুখে পড়েছে কম্পিউটার নির্মাতা ডেলডেলের ব্যবসা বাড়াতে ২০০ কোটি থেকে ৩০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে মাইক্রোসফট
প্রযুক্তি সংশ্লিষ্ট বিশ্লেষকেরা জানিয়েছেন, বেশ কিছু দিন ধরেই ডেল বিষয়ে নানা গুজব ছড়াচ্ছেযেমন, কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান থেকে মোবাইল পণ্যের দিকে যেতে হিমশিম খাচ্ছে প্রতিষ্ঠানটি এমনকি পাবলিক লিমিটেড প্রতিষ্ঠান হিসেবেও বাজারে আসতে চাচ্ছে ডেলতবে এ ধরনের গুজব সত্য কি না সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি
যদিও ডেল মাইক্রোসফটের অধীনে যাবে নাকি পাবলিক লিমিটেড প্রতিষ্ঠান হিসেবে শেয়ার বাজারে আসবে তা জানতে আরও কিছুদিন অপেক্ষায় থাকতে হবেতবে, ডেল কেনার ব্যাপারে মাইক্রোসফট কর্তৃপক্ষ খোলাখুলি কিছু না বললেও তাঁদের আগ্রহের কথা জানিয়েছে
News by: www.prothom-alo.com/

0 comments:

News- আসুসের মাল্টিমিডিয়া নোটবুক


আসুসের মাল্টিমিডিয়া নোটবুক



বাজারে এসেছে আসুসের এক্স৫৫এ মডেলের নতুন মাল্টিমিডিয়া নোটবুক১৫.৬ ইঞ্চির প্রশস্ত পর্দার এই নোটবুকটিতে রয়েছে ২.৩ গিগাহার্জ গতির ইন্টেল দ্বিতীয় প্রজন্ম ডুয়াল কোর প্রসেসর, ২ জিবি ডিডিআর-৩ র‌্যাম, ৫০০ জিবি হার্ড ডিস্ক, সুপার মাল্টি ডাবল লেয়ার ডিভিডি রাইটার, থ্রিডি অডিও, বিল্ট-ইন স্পিকার এবং মাইক্রোফোনগিগাবিট ইথারনেট, ব্লুটুথ, ওয়েবক্যাম, ৩টি ইউএসবি ২.০ পোর্ট, ১টি এইচডিএমআই এবং ভিজিএ পোর্টমূল্য রাখা হয়েছে ৩৪ হাজার  ৮০০ টাকা

News by: www.dailynayadiganta.com

0 comments:

News- কিস্তিতে স্যামসাংয়ের স্মার্টফোন ক্রয়ের সুযোগ


কিস্তিতে স্যামসাংয়ের স্মার্টফোন ক্রয়ের সুযোগ



স্মার্টফোনপ্রিয়দের অনেকেরই স্যামসাং গ্যালাক্সি নোট টু অথবা স্যামসাং গ্যালাক্সি এস থ্রি পছন্দের ডিভাইস হলেও এককালীন মূল্যে কেনার সুযোগ হয় নাতাদের জন্য নতুন বছরে স্যামসাং নিয়ে এসেছে নতুন দারুণ অফারযারা স্যামসাং গ্যালাক্সি নোট টু অথবা স্যামসাং গ্যালাক্সি এস থ্রি কিনতে চান তাদের জন্য রয়েছে ১২ মাসে কিস্তির মাধ্যমে এ দুটি আকর্ষণীয় স্মার্টফোন কেনার সুযোগপ্রতি মাসে সমান কিস্তির আওতায় ব্র্যাক ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক অথবা সিটি ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে স্যামসাং গ্যালাক্সি নোট টু কেনার জন্য পরিশোধ করতে হবে পাঁচ হাজার ৬২৫ টাকা এবং স্যামসাং গ্যালাক্সি এস থ্রি কেনার জন্য পরিশোধ করতে হবে পাঁচ হাজার ২৯২ টাকাএই অফারে কোনো অতিরিক্ত টাকা পরিশোধ না করেই গ্রাহকেরা হাতের মুঠোয় পেতে পারেন তাদের স্বপ্নের স্মার্টফোনটিস্যামসাং গ্যালাক্সি এস থ্রি-তে রয়েছে ফোনটির   ৪.র্৮র্  এইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লেø এবং সর্বাধুনিক অ্যান্ড্রয়েড ভারসন আইসক্রিম স্যান্ডউইচকোনো ই-বুক পড়ার সময় বা ওয়েব ব্রাউজিং করার সময় স্ক্রিনের দিকে চোখ থাকা অবস্থায় স্ক্রিনটি কখনোই বন্ধ হবে নাএর ১.৪ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর নিশ্চিত করবে দ্রুতগতির অপারেশনঅ্যান্ড্রয়েড ৪.১ (জেলি বিন) অপারেটিং সিস্টেমের গ্যালাক্সি নোট টু ফোনটির ৫.র্৫র্  এইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লের সাহায্যে ব্যবহারকারীদের দেখার অভিজ্ঞতা হবে জীবন্ত ও পরিষ্কারএই অফার পাওয়া যাবে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, বগুড়া, নারায়ণগঞ্জ ও খুলনায় অবস্থিত স্মার্টফোন ক্যাফেগুলোতে

News by: www.dailynayadiganta.com

0 comments:

News- সবচেয়ে পাতলা ট্যাব সনির





 সবচেয়ে পাতলা ট্যাব সনির



এক্সপেরিয়া জেড নামের বিশ্বের সবচেয়ে পাতলা ট্যাবলেটটি বাজারে আনার ঘোষণা দিয়েছে সনি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমনির্ভর ৬ দশমিক ৯ মিলিমিটার পুরু ১০.১ ইঞ্চি মাপের এ ট্যাবলেটটি শিগগিরই বাজারে আসবেখবর বিবিসি অনলাইন-এর
অ্যাপলের তৈরি আইপ্যাডের চেয়েও এক্সপেরিয়া জেড হালকা-পাতলা হবে বলেই দাবি করেছে জাপানের এ প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি
সনি কর্তৃপক্ষের দাবি, এর আগে তোশিবার তৈরি এক্সাইট ১০ এলই ট্যাবটিই ছিল সবচেয়ে পাতলাএক্সপেরিয়া জেড ট্যাবলেট এক্সাইট ১০ এলই ট্যাবের চেয়েও পাতলাপাশাপাশি ১.৫ গিগাহার্টজ প্রসেসরের এ ট্যাবলেটটিতে পানি-রোধী প্রযুক্তি ব্যবহূত হয়েছেঅর্থাত্, ময়লা লাগলে ট্যাবলেটটি ধুয়ে ফেলা যাবে
এক্সপেরিয়া জেড ট্যাবলেটে রয়েছে ৮ দশমিক ১ মেগাপিক্সেলের ক্যামেরাচতুর্থ প্রজন্মের এলটিই নেটওয়ার্ক সুবিধার ট্যাবলেটটিতে তথ্য স্থানান্তরের জন্য রয়েছে নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) প্রযুক্তি
News by: www.prothom-alo.com/

0 comments:

News- গিগাবাইটের নতুন সাশ্রয়ী প্যাকেজ


গিগাবাইটের নতুন সাশ্রয়ী প্যাকেজ




সম্প্রতি রাজধানীর একটি হোটেলে গিগাবাইটের প্রযুক্তিপণ্য নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছেসম্মেলনে উপস্থিত ছিলেন গিগাবাইটের সেলস ডিরেক্টর অ্যালান চ্যান, গিগাবাইটের এশিয়া প্যাসিফিক অঞ্চলের সেলস ইনচার্জ অ্যালান সু, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের জেনারেল ম্যানেজার জাফর আহমেদ এবং গিগাবাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা আনাস খানবাংলাদেশের তথ্যপ্রযুক্তি বাজার সম্পর্কে অ্যালান চ্যান বলেন, ‘বাংলাদেশের তথ্যপ্রযুক্তি বাজার খুবই সম্ভাবনাময়আমরা এই বাজারে আমাদের পণ্য ও সেবার মান আরো বাড়াতে দৃঢ়প্রতিজ্ঞঅনুষ্ঠানে যারা স্বল্পখরচে গুণগত মানের কম্পিউটার কেনার কথা চিন্তা করেন তাদের জন্য গিগাবাইটের দুটি মডেলের থ্রি ইন ওয়ান প্যাকেজ উন্মুক্ত করা হয়েছেপ্যাকেজগুলোর মডেল হচ্ছে জিএ-ই৩৫০এন ও ডি৪২৫টিইউডিউভয় প্যাকেজেই রয়েছে একটি গিগাবাইট মাদারবোর্ড, একটি ডুয়ালকোর প্রসেসর এবং একটি গ্রাফিক্স কার্ডতিন বছরের বিক্রয়োত্তর সেবাসহ প্যাকেজ দুটির দাম যথাক্রমে ছয় হাজার ৫০০ টাকা ও ছয় হাজার ২০০ টাকাএই প্যাকেজগুলোর মাধ্যমে মাত্র ১৫ হাজার টাকার মধ্যে গুণগত মানের একটি এন্ট্রি-লেভেল কম্পিউটার কেনা যাবে


News by: www.dailynayadiganta.com

0 comments:

News- গুগলের নতুন সদর দফতর


গুগলের নতুন সদর দফতর



বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল যুক্তরাজ্যের সদর দফতর স্থানান্তর করছে লন্ডনের কিং ক্রস এলাকায়এখানে একটি সাত এবং একটি ১১ তলা ভবন তৈরির পরিকল্পনা করেছে সাইটটিবর্তমানে ভিক্টোরিয়া ও সেইন্ট জাইলস হাই স্ট্রিটে গুগলের দুটি অফিস রয়েছেনতুন কার্যালয় তৈরি হয়ে গেলে এখানকার কর্মীদের স্থানান্তর করা হবে বলে গুগল জানিয়েছেগুগলের উত্তর ও মধ্য ইউরোপের ভাইস প্রেসিডেন্ট ম্যাট ব্রিটিন জানিয়েছেন, এটি গুগলের জন্য একটি বড় বিনিয়োগলন্ডন, যুক্তরাজ্য ও গুগলের জন্য এটি একটি বড় বিষয়নতুন জায়গাটি কিনতে ৬৫ কোটি পাউন্ড ব্যয় হয়েছে বলে গুগলের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেনতুন সদর দফতর নির্মাণে গুগল ব্যয় করছে প্রায় শতকোটি পাউন্ড ২০১৬ সাল নাগাদ এ কাজ সম্পন্ন হবে বলে গুগল জানিয়েছে


News by: www.dailynayadiganta.com

0 comments:

News- সাইবার নিরাপত্তাব্যবস্থায় সক্রিয় ইরান


সাইবার নিরাপত্তাব্যবস্থায় সক্রিয় ইরান




২০১০ সালে পারমাণবিক স্থাপনায় স্টাক্সনেট ভাইরাস হামলার পর থেকেই সাইবার নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে ইরানএর মাধ্যমে স্টাক্সনেটের মতো তিকর ভাইরাস থেকে বাঁচার পাশাপাশি পাল্টাহামলা চালাতে সম সাইবার নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলেছে ইরানসম্প্রতি ইরানের এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন, ইলেকট্রনিক যুদ্ধের অংশ হিসেবে শত্রুদের যেকোনো যোগাযোগব্যবস্থা বিকল করে দিতে সম ইরানএর আগে ইরানের বেশ কিছু শিল্পকারখানাসহ একটি তেল টার্মিনাল এবং তেলত্রেগুলোর কম্পিউটারে ব্যাপক সাইবার হামলা হয়েছেএ কারণে সাইবার নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে ইরান তবে ইরানের নতুন নিরাপত্তাব্যবস্থাকে মার্কিন সামরিক বাহিনী হুমকি হিসেবে দেখছেইরান এ মুহূর্তে যুক্তরাষ্ট্রে সাইবার হামলায় সম কি না, তা নিয়ে কিছুটা বিভ্রান্তিকর অবস্থায় রয়েছে মার্কিন সামরিক বাহিনীএর আগে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনার বেশির ভাগ সেন্ট্রিফিউজ নষ্ট হয়ে যায় তখন স্টাক্সনেট ভাইরাসটি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে তৈরি করেছিল ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিযোগ রয়েছে, শান্তিপূর্ণ কার্যক্রমের আড়ালে পারমাণবিক বোমা তৈরি করতে চেষ্টা করছে ইরানপশ্চিমা বিশ্লেষকেরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র-ইসরাইলসহ শত্রুভাবাপন্ন উপসাগরীয় দেশগুলোর ওপর সাইবার হামলা চালাচ্ছে ইরানদেশটিকে পরমাণু সমৃদ্ধকরণ থেকে বিরত রাখতে চায় অন্যরাইরানের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানা খুবই কঠিনতবে নাতানজের ঘটনায় ইরানিরা বেশ ুব্ধসে কারণেই এ ধরনের কার্যক্রমে উদ্বুদ্ধ হয়েছে ইরানএখন সময় ইরানের নতুন সমতাকে আমলে নেয়ারধীরে ধীরে ইরানের সমতা আরো বাড়বে এবং পর্যায়ক্রমে তা যুক্তরাষ্ট্রের প্রতি হুমকি হয়ে দাঁড়াবেঅচিরেই তাদের সাইবার দলের সদস্যসংখ্যা এক হাজার থেকে ছয় হাজারে উন্নীত করা হবে বলে জানা গেছে

News by: www.dailynayadiganta.com

0 comments:

News- স্মার্ট টেকনোলজিস ও ভিয়েলাটেক্সের মধ্যে চুক্তি


স্মার্ট টেকনোলজিস ও ভিয়েলাটেক্সের মধ্যে চুক্তি

সম্প্রতি রাজধানীর একটি রেস্টুরেন্টে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড এবং ভিয়েলাটেক্স গ্রুপের মধ্যে একটি ব্যবসায়িক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছেওই চুক্তি স্বাক্ষরের ফলে ভিয়েলাটেক্স গ্রুপ স্মার্ট টেকনোলজিস পরিবেশিত রিকো ফটোকপিয়ার এবং রিকো ই-জেড চার্জার সলিউশন ব্যবহার করবেওই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ভিয়েলাটেক্স গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান কে এম রেজাউল হাসানাতসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে রিকো ই-জেড চার্জার সম্পর্কে স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘রিকো একটি জাপানিজ প্রিন্টিং সল্যুশন ব্র্যান্ডই-জেড চার্জার এমন একটি সলিউশন, যার মাধ্যমে যেকোনো প্রতিষ্ঠান খুব সহজে অতিরিক্ত ব্যবহার ও অপচয় নিয়ন্ত্রণ করতে পারবেনঅনুষ্ঠানে রিকো ই-জেড চার্জার ব্যবহার করে সার্বিক সন্তুষ্টি প্রকাশ করেন ভিয়েলাটেক্সের চেয়ারম্যান


News by: www.dailynayadiganta.com

0 comments:

News- নতুন বছরের শুরুতে স্থিতিশীল প্রযুক্তিপণ্যের বাজার


নতুন বছরের শুরুতে স্থিতিশীল প্রযুক্তিপণ্যের বাজার


নতুন বছরে প্রযুক্তিপণ্যের বাজারে দরদামের তেমন কোনো পরিবর্তন হয়নি প্রায় সব ধরনের পণ্যের দামই অপরিবর্তিত রয়েছেঢাকার প্রযুক্তি বাজারে গতকাল পাওয়া বিভিন্ন যন্ত্রাংশের দাম নিচে দেয়া হলো
প্রসেসর : ইন্টেল কোর আই-৩ (৩.৩০গি.হা.) ১০,৫০০ টাকাইন্টেল সেলেরন ১.৮গি.হা. ৩,৪০০; ইন্টেল কোর আই-৫ ৩.১গি.হা. ১৮,০০০; কোর আই-৭, ৩.৪গি.হা. ২৮,০০০ টাকাপেন্টিয়াম ডুয়াল কোর-৩ ২.৭ গি.হা. ৫,০০০; ওপেন কোরআইথ্রি ৩.০৬ গি.হা. ৯,৪০০ টাকা
মাদারবোর্ড : গিগাবাইট জিএ৪১এমটি-ডি৩ ৪,৬০০; জি৪১এমকমবো ৪,৫৫০; এইচ৬১এম ,০০০; জিএ-জেড৬৮ এমএ ১১,৩০০ টাকাইন্টেল ডিজি৪১ডব্লিউভি ৪,৯০০; জি৪১এম ,৪০০ টাকাফক্সকনএইচ৫৫এমএক্সভি ৫,২০০; জি-৪১এমএক্সই ৩,৬০০; জি৪১এমডি ,০০০ টাকা
র‌্যাম : ডিডিআর-৩ অ্যাপাসার ২গি.বা ১,২০০ টাকাএডেটা ২গি.বা ৯,৫০ টাকাট্রানসেন্ড ২গি.বা ১,১০০ টাকাডিডি আর-২ ট্রানসেন্ড ২গি.বা. ২,৭০০ টাকাএডেটা ৪গি.বা ২,০০০ টাকাঅ্যাপাসার ৪ গি.বা ২,১০০ টাকা
হার্ডডিস্ক ড্রাইভ : ওয়েস্টার্ন ডিজিটাল ৫০০গি.বা. ৫,৪০০ টাকাহিটাচি ৫০০গি.বা ৫,৪০০; ১ টেরাবাইট ৭,৫০০ টাকা
এলসিডি মনিটর : স্যামসাং ১৭ ইঞ্চি ৯,১০০; ২৪ ইঞ্চি ২৩,৫০০ টাকাফিলিপস ১৮.৫ ইঞ্চি ৮,০০০ টাকাডেল ১৭ ইঞ্চি ৯,১০০ টাকাএলজি ১৮.৫ ইঞ্চি ৭,৫০০; ২০ ইঞ্চি ১০,৬০০; আসুস ১৭ ইঞ্চি ৯,৩০০ টাকা
এলইডি মনিটর : স্যামসাং ১৮.৫ ইঞ্চি ৮,১০০ টাকা; ২৭ ইঞ্চি ৬৮,০০০ টাকা
গ্রাফিকস কার্ড : গিগাবাইট এইচ ডি-৬৫৭০ ১গি.বা. ৬,৩০০, গিগাবাইট ৫৪৫০ ৫১২ মে.বা. ৩,০০০ টাকাআসুস ৫১২ মে.বা. ৩,০০০ টাকাএক্সএফএক্স এইচডি৫৪৫০ ১ গি.বা. ৪,০০০ টাকা
ডিভিডি রাইটার/রি-রাইটার : স্যামসাং ২২এক্স ১,৬০০ টাকাআসুস ২৪এক্স ১,৮০০ টাকালাইট-অন ২৪এক্স ১,৭০০ টাকা
স্পিকার : মাইক্রোল্যাব (২:১) ১,৫০০ থেকে ৩,৬০০ টাকাক্রিয়েটিভ এসবিএস(২:১) ১,৮০০ থেকে ৫,০০০ টাকাএফএনডি(২:১) ১,৯০০ থেকে ৬,০০০ টাকা
পেনড্রাইভ : ট্রানসেন্ড ৪গি.বা ৫৫০; ৮গি.বা ৬০০; ১৬গি.বা ৯৫০ টাকা অ্যাপাসার ৪ গি.বা. ৪৫০; ৮গি.বা ৬০০ টাকাএডেটা ৪ গি.বা ৪৫০; ১৬গি.বা ৯০০ টাকা
জিপিআরএস মডেম : মোবিডেটা ইডিজিই ১০০ইইউ ২,৭০০; এইচএসডিপিএ ১০০এইচইউ ,১০০ টাকাটেকনো টিএম০০৮ ৩,৬০০ টাকাটেলিটক থ্রিজি মডেম ২৫০০ টাকা
টিভি কার্ড : এভারমিডিয়া ইন্টারনাল ৩,০৫০; এক্সটারনাল ডব্লিউ৭ ৪,৫০০ টাকারিয়েলভিউ ১,৭০০ টাকাগেটমি-২১৮৮ই ১,৭০০ টাকা
প্রিন্টার : ক্যানন পিক্সমা এমপি-২৭৬ ৬,০০০ টাকা; এলবিপি-৩৩০০ ১১,৪০০ এইচপি ডি-১৪৬০ ২,৮০০ টাকাএইচপি লেজার পি-১১০২ ৮,৫০০ টাকাএপসন এম-১২০০ ,২০০ টাকাব্রাদার এইচএল ৫৩৪০ডি ১৬,৬০০ টাকা
বহনযোগ্য হার্ডডিস্ক : ট্রানসেন্ড ৩২০ গি.বা ৫,৬০০; ৫০০ গি.বা ৫,৪০০; ৬৪০ গি.বা ৬,৫০০, ১ টেরাবাইট ৮,৫০০ টাকাওয়েস্টার্ন ডিজিটাল ৩২০গি.বা ,৮০০; ৫০০গি.বা ৬,০০০; ১টে.বা. ৯,৫০০ টাকা
ইউপিএস : ডিজিটেক ৬৫০ ভিএ ২,৬৫০ টাকা; ৮০০ ভিএ ৩,১০০ টাকা ১২০০ ভিএ ৪,৮০০ টাকা
কেসিং : ডিলাক্স ২,২০০ থেকে ৩,৫০০ টাকাগিগাবাইট ১,৮০০ টাকামারকারি ১,৭০০ টাকা

News by: www.dailynayadiganta.com

0 comments:

News- স্মার্টফোন বাজারে স্যামসাং ও অ্যাপলের প্রতিদ্বন্দ্বী বাড়ছে


স্মার্টফোন বাজারে স্যামসাং ও অ্যাপলের প্রতিদ্বন্দ্বী বাড়ছে


গত বছর যুক্তরাষ্ট্রের বাজারে অ্যাপলকে হটিয়ে দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে দণি কোরীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলজিবাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চ সম্প্রতি এ তথ্য জানিয়েছেগত বছরের শেষ দিকে অ্যাপলকে পেছনে ফেলতে সম হয় এলজিযুক্তরাষ্ট্রের বাজারে ৩৩ শতাংশ বাজার দখল করে শীর্ষস্থানে রয়েছে স্যামসাংঅপটিমাস জিসহ অন্যান্য স্মার্টফোনের বিক্রি বাড়ায় দেশটির বাজারে এলজির দখল এখন ১৩ শতাংশ অ্যাপলের দখল ১২ শতাংশমটোরোলা ও এইচটিসি যথাক্রমে ৯ ও ৮ শতাংশ দখল নিয়ে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেযুক্তরাষ্ট্রের হ্যান্ডসেট বাজারে শুধু স্মার্টফোনই নয় বিপুল ফিচার ফোনও বিক্রি হয়তবে ফিচার ফোনের বাজারে অ্যাপলের কোনো অংশগ্রহণই নেইজরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের বাজারের প্রায় অর্ধেক এখন পর্যন্ত ফিচার ফোনের দখলেএ কারণে এলজির স্মার্টফোন যে অ্যাপলের আইফোন বিক্রিকে ছাড়িয়ে গেছে, তা বলার কোনো উপায় নেই কাউন্টারপয়েন্টের জরিপে জানা গেছে, ২০১১ সালে আইফোন ৪এসের উদ্বোধনের কারণে মার্কিন বাজারে দ্বিতীয় স্থান অ্যাপলের কাছে হারিয়েছিল এলজিকিন্তু গত ডিসেম্বরে ঠিক কোন হ্যান্ডসেটটি দিয়ে এলজি এ স্থান পুনরুদ্ধার করেছে অপটিমাস জি বিক্রি করেগত সপ্তাহে যুক্তরাষ্ট্রের বাজারে এলজির প্রধান স্মার্টফোন মডেল অপটিমাস জি বিক্রি হয়েছে ১০ লাখঅবশ্য গুগলের জন্য এলজির তৈরি করে দেয়া স্মার্টফোন নেক্সাস-৪ও এ সময় ভালো জনপ্রিয়তা পেয়েছে অন্য দিকে স্মার্টফোনের বাজারে এখনো আশানুরূপ কিছু করে দেখাতে পারেনি জাপানের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান সনিসম্প্রতি সনির প্রধান নির্বাহী কর্মকর্তা কাজুও হিরাই জানিয়েছেন, অ্যাপলের মতো উচ্চমূল্যের স্মার্টফোনের বাজারে নজর দেবে সনিএর আগে সনি-এরিকসন প্রকল্প খুব একটা সফলতা পায়নিএবারো ফিচার ফোন নিয়ে সনি আর কাজ করতে আগ্রহী নয়এর বদলে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোন তৈরিতে মনোযোগ দেবে প্রতিষ্ঠানটিএর আগে স্মার্টফোনের বাজারে এক্সপেরিয়া সিরিজের স্মার্টফোন দিয়ে কিছুটা হলেও সফলতা পেয়েছে সনিএ সিরিজের জনপ্রিয়তা কাজে লাগিয়ে প্রতিষ্ঠানটি আরো কিছু স্মার্টফোন বাজারে ছেড়েছেসম্প্রতি লাস ভেগাসে শেষ হওয়া কনজিউমার ইলেকট্রনিকস শোয় পানিনিরোধক এক্সপেরিয়া জেড স্মার্টফোন প্রদর্শন করে প্রতিষ্ঠানটি

News by: www.dailynayadiganta.com

0 comments:

News- ধর্ষণের আসামিকে শিশু দেখাতে…..


ধর্ষণের আসামিকে শিশু দেখাতে…..

কাটাছেঁড়া করা জন্মনিবন্ধন বই
কাটাছেঁড়া করা জন্মনিবন্ধন বই
রাজবাড়ীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া আসামি রইচ শেখের (১৮) বয়স কমিয়ে শিশু বানাতে জন্মনিবন্ধনের বইয়ে কাটাছেঁড়া করা হয়েছেতিনি সদর উপজেলার মূলঘর ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত আশরাফ আলী শেখের ছেলে
জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল প্রথম আলোকে বলেন, ‘রইচের বয়স কমানোর ঘটনা আমি জানার সঙ্গে সঙ্গেই বিষয়টি নিরীক্ষার জন্য অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল চন্দ্র বিশ্বাসকে দায়িত্ব দিইসত্যতা নিশ্চিত হওয়ার পর ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় বরাবর প্রতিবেদন পাঠানো হয়েছে
উপজেলার মূলঘর ইউনিয়ন পরিষদের (ইউপি) জন্মনিবন্ধনের বই-৫-এ ২০০৮ সালের ১৪ জুনের ০১২০৩৩ ক্রমিক নম্বরে রইচের জন্মতারিখ লিপিবদ্ধ করা হয়সেখানে তাঁর জন্মতারিখের (অঙ্কে লেখা) বছরের স্থানটি ঘষামাজা করে ১৯৯৮ লেখা ছাড়া কথায় তিন ডিসেম্বর উনিশ শত বিরানব্বইয়ের বিরাকেটে আটালেখা নতুন জন্মতারিখে হত্যাকাণ্ডের দিন তার বয়স হয় ১৪ বছর, এক মাস, ১০ দিন ইউপি চেয়ারম্যানের সঙ্গে যোগসাজশে এ বয়স কমানোর হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে
মূলঘর ইউপির চেয়ারম্যান মো. আবদুল মান্নান মুসল্লিকে ইউনিয়ন পরিষদ ও বাড়িতে না পাওয়ায় মুঠোফোনে তাঁর সঙ্গে যোগাযোগ করলে ফোনটি তাঁর ছোট ভাই ধরে বলেন, ‘ভাই ফোন রেখে বাইরে গেছেন
তবে মূলঘর ইউপির সচিব আবদুল মোমিন জানান, বয়স কবে কমানো হয়েছে, তা তিনি জানেন না
সরেজমিনে দেখা গেছে, গোপালপুর গ্রামে রইচের বাড়ি থেকে কিছু দূরে মৌসুমিদের টিনের ছাপরাঘরঘরের পেছনে মৌসুমির কবরএ সময় মৌসুমির মায়ের সঙ্গে কথা বলতে গেলে তিনি হাউমাউ করে কেঁদে ফেলেন
প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট রইচ (তাঁর আরও দুজন সৎভাইবোন আছেন, তাঁরা অন্যত্র বসবাস করেন)১৩-১৪ বছর আগে তাঁরা গোপালপুরে বসতবাড়ি তৈরি করে বসবাস করলেও তিনি স্কুলে যেতেন না প্রতিবেশীদের চাপে তাঁকে স্কুলে দেওয়া হয় চার-পাঁচ বছর আগেতিনি অনিয়মিতভাবে রাজমিস্ত্রির কাজ করলেও মাঝেমধ্যেই চুরি করে ধরা পড়তেন নিয়ে তাঁদের বাড়ি ও এলাকার মাতব্বরের কাছে নালিশ জানানো হয়েছে
মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) ওয়াদুদ আলম জানান, মামলার অধিকতর তদন্ত এবং এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা জানার জন্য আসামির ডিএনএ পরীক্ষা করতে আলামত ঢাকায় পাঠানো হয়েছেডিএনএ প্রতিবেদন হাতে পেলেই মামলার অভিযোগপত্র দেওয়া হবে
গোপালপুর গ্রামের আবজাল মৃধার মেয়ে মৌসুমি (৫) স্থানীয় ব্র্র্যাক প্রাক-প্রাথমিক বিদ্যালয় থেকে ১৩ জানুয়ারি সকালে বাড়ি ফিরছিলএ সময় ধর্ষণচেষ্টা মামলায় জামিনে থাকা রইচ শেখ তাকে ডেকে বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ করেনপরে তাকে শ্বাসরোধে হত্যা করেনওই দিন রাতেই মৌসুমির মা মাহিদা বেগম বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা করেন

News by: www.prothom-alo.com/

0 comments: