News- সবচেয়ে পাতলা ট্যাব সনির





 সবচেয়ে পাতলা ট্যাব সনির



এক্সপেরিয়া জেড নামের বিশ্বের সবচেয়ে পাতলা ট্যাবলেটটি বাজারে আনার ঘোষণা দিয়েছে সনি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমনির্ভর ৬ দশমিক ৯ মিলিমিটার পুরু ১০.১ ইঞ্চি মাপের এ ট্যাবলেটটি শিগগিরই বাজারে আসবেখবর বিবিসি অনলাইন-এর
অ্যাপলের তৈরি আইপ্যাডের চেয়েও এক্সপেরিয়া জেড হালকা-পাতলা হবে বলেই দাবি করেছে জাপানের এ প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি
সনি কর্তৃপক্ষের দাবি, এর আগে তোশিবার তৈরি এক্সাইট ১০ এলই ট্যাবটিই ছিল সবচেয়ে পাতলাএক্সপেরিয়া জেড ট্যাবলেট এক্সাইট ১০ এলই ট্যাবের চেয়েও পাতলাপাশাপাশি ১.৫ গিগাহার্টজ প্রসেসরের এ ট্যাবলেটটিতে পানি-রোধী প্রযুক্তি ব্যবহূত হয়েছেঅর্থাত্, ময়লা লাগলে ট্যাবলেটটি ধুয়ে ফেলা যাবে
এক্সপেরিয়া জেড ট্যাবলেটে রয়েছে ৮ দশমিক ১ মেগাপিক্সেলের ক্যামেরাচতুর্থ প্রজন্মের এলটিই নেটওয়ার্ক সুবিধার ট্যাবলেটটিতে তথ্য স্থানান্তরের জন্য রয়েছে নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) প্রযুক্তি
News by: www.prothom-alo.com/

0 comments: