News- আর তৈরি হবে না ইনটেলের মাদারবোর্ড



 
 আর তৈরি হবে না ইনটেলের মাদারবোর্ড



ডেস্কটপ কম্পিউটারে ব্যবহূত জনপ্রিয় মাদারবোর্ড তৈরি বন্ধ করে দিচ্ছে বিশ্বের অন্যতম কম্পিউটার যন্ত্রাংশ নির্মাতা ইনটেলআগামী তিন বছরের মধ্যেই মাদারবোর্ডের উত্পাদন বন্ধ করে দেবে প্রতিষ্ঠানটিইনটেল কর্তৃপক্ষ ২২ জানুয়ারি মাদারবোর্ড ব্যবসা থেকে সরে দাঁড়ানোর এ ঘোষণা দিয়েছেএক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট
ইনটেল জানিয়েছে, হ্যাসওয়েল ব্র্যান্ডের মাদারবোর্ড বাজারে আনার পরই থেমে যাবে ইনটেলের মাদারবোর্ড উত্পাদনএরপর প্রতিষ্ঠানটি থেকে কেবল অন্যান্য কম্পিউটার ও ইলেকট্রনিক পণ্যের জন্য চিপ নির্মাণ করা হবে
মাদারবোর্ডের ব্যবসা বন্ধ করে দেওয়ার মাধ্যমে ইনটেলের দুই দশকের প্রযুক্তি উন্নয়নের পথ চলা থেমে যাবেডেস্কটপ কম্পিউটারের জন্য মাদারবোর্ড তৈরিতে যেসকল কর্মীরা কাজ করতেন তাঁরা প্রতিষ্ঠানটি অন্যান্য বিভাগে কাজ করবেন
ইনটেল কর্তৃপক্ষের ভাষ্য, বর্তমানে ইনটেলের মাদারবোর্ড নির্ভর কম্পিউটারের বিক্রি কমে গেছেআর তাই ব্যবসায়িক দিক বিবেচনা করেই মাদারবোর্ড উত্পাদন বন্ধ করে দিচ্ছে প্রতিষ্ঠানটি
২২ জানুয়ারি আইভিব্রিজ নামে নতুন একটি প্রসেসর বাজারে আনার ঘোষণা দেওয়ার সময় মাদারবোর্ড ব্যবসা থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছে ইনটেলতবে যেসব মাদারবোর্ডে ওয়ারেন্টি রয়েছে সেগুলোর সেবা আরও তিন বছর চালিয়ে যাবে প্রতিষ্ঠানটি
বাজারে ইনটেলের মাদারবোর্ডের প্রতিদ্বন্দ্বী ছিল অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস বা এএমডির তৈরি মাদারবোর্ডএএমডি কর্তৃপক্ষ জানিয়েছে, ইনটেলের মাদারবোর্ড ব্যবসা থেকে সরে যাওয়ার বিষয়টি পর্যবেক্ষণ করছে প্রতিষ্ঠানটি
প্রসঙ্গত, বিশ্বের বৃহত্তম সেমিকন্ডাক্টার চিপ নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে বিখ্যাত মার্কিন প্রতিষ্ঠান ইনটেল

News by: www.prothom-alo.com/

0 comments: