News- স্মার্টফোন বাজারে স্যামসাং ও অ্যাপলের প্রতিদ্বন্দ্বী বাড়ছে


স্মার্টফোন বাজারে স্যামসাং ও অ্যাপলের প্রতিদ্বন্দ্বী বাড়ছে


গত বছর যুক্তরাষ্ট্রের বাজারে অ্যাপলকে হটিয়ে দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে দণি কোরীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলজিবাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চ সম্প্রতি এ তথ্য জানিয়েছেগত বছরের শেষ দিকে অ্যাপলকে পেছনে ফেলতে সম হয় এলজিযুক্তরাষ্ট্রের বাজারে ৩৩ শতাংশ বাজার দখল করে শীর্ষস্থানে রয়েছে স্যামসাংঅপটিমাস জিসহ অন্যান্য স্মার্টফোনের বিক্রি বাড়ায় দেশটির বাজারে এলজির দখল এখন ১৩ শতাংশ অ্যাপলের দখল ১২ শতাংশমটোরোলা ও এইচটিসি যথাক্রমে ৯ ও ৮ শতাংশ দখল নিয়ে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেযুক্তরাষ্ট্রের হ্যান্ডসেট বাজারে শুধু স্মার্টফোনই নয় বিপুল ফিচার ফোনও বিক্রি হয়তবে ফিচার ফোনের বাজারে অ্যাপলের কোনো অংশগ্রহণই নেইজরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের বাজারের প্রায় অর্ধেক এখন পর্যন্ত ফিচার ফোনের দখলেএ কারণে এলজির স্মার্টফোন যে অ্যাপলের আইফোন বিক্রিকে ছাড়িয়ে গেছে, তা বলার কোনো উপায় নেই কাউন্টারপয়েন্টের জরিপে জানা গেছে, ২০১১ সালে আইফোন ৪এসের উদ্বোধনের কারণে মার্কিন বাজারে দ্বিতীয় স্থান অ্যাপলের কাছে হারিয়েছিল এলজিকিন্তু গত ডিসেম্বরে ঠিক কোন হ্যান্ডসেটটি দিয়ে এলজি এ স্থান পুনরুদ্ধার করেছে অপটিমাস জি বিক্রি করেগত সপ্তাহে যুক্তরাষ্ট্রের বাজারে এলজির প্রধান স্মার্টফোন মডেল অপটিমাস জি বিক্রি হয়েছে ১০ লাখঅবশ্য গুগলের জন্য এলজির তৈরি করে দেয়া স্মার্টফোন নেক্সাস-৪ও এ সময় ভালো জনপ্রিয়তা পেয়েছে অন্য দিকে স্মার্টফোনের বাজারে এখনো আশানুরূপ কিছু করে দেখাতে পারেনি জাপানের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান সনিসম্প্রতি সনির প্রধান নির্বাহী কর্মকর্তা কাজুও হিরাই জানিয়েছেন, অ্যাপলের মতো উচ্চমূল্যের স্মার্টফোনের বাজারে নজর দেবে সনিএর আগে সনি-এরিকসন প্রকল্প খুব একটা সফলতা পায়নিএবারো ফিচার ফোন নিয়ে সনি আর কাজ করতে আগ্রহী নয়এর বদলে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোন তৈরিতে মনোযোগ দেবে প্রতিষ্ঠানটিএর আগে স্মার্টফোনের বাজারে এক্সপেরিয়া সিরিজের স্মার্টফোন দিয়ে কিছুটা হলেও সফলতা পেয়েছে সনিএ সিরিজের জনপ্রিয়তা কাজে লাগিয়ে প্রতিষ্ঠানটি আরো কিছু স্মার্টফোন বাজারে ছেড়েছেসম্প্রতি লাস ভেগাসে শেষ হওয়া কনজিউমার ইলেকট্রনিকস শোয় পানিনিরোধক এক্সপেরিয়া জেড স্মার্টফোন প্রদর্শন করে প্রতিষ্ঠানটি

News by: www.dailynayadiganta.com

0 comments: