News- গুগলের নতুন সদর দফতর


গুগলের নতুন সদর দফতর



বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল যুক্তরাজ্যের সদর দফতর স্থানান্তর করছে লন্ডনের কিং ক্রস এলাকায়এখানে একটি সাত এবং একটি ১১ তলা ভবন তৈরির পরিকল্পনা করেছে সাইটটিবর্তমানে ভিক্টোরিয়া ও সেইন্ট জাইলস হাই স্ট্রিটে গুগলের দুটি অফিস রয়েছেনতুন কার্যালয় তৈরি হয়ে গেলে এখানকার কর্মীদের স্থানান্তর করা হবে বলে গুগল জানিয়েছেগুগলের উত্তর ও মধ্য ইউরোপের ভাইস প্রেসিডেন্ট ম্যাট ব্রিটিন জানিয়েছেন, এটি গুগলের জন্য একটি বড় বিনিয়োগলন্ডন, যুক্তরাজ্য ও গুগলের জন্য এটি একটি বড় বিষয়নতুন জায়গাটি কিনতে ৬৫ কোটি পাউন্ড ব্যয় হয়েছে বলে গুগলের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেনতুন সদর দফতর নির্মাণে গুগল ব্যয় করছে প্রায় শতকোটি পাউন্ড ২০১৬ সাল নাগাদ এ কাজ সম্পন্ন হবে বলে গুগল জানিয়েছে


News by: www.dailynayadiganta.com

0 comments: