News- সাইবার নিরাপত্তাব্যবস্থায় সক্রিয় ইরান


সাইবার নিরাপত্তাব্যবস্থায় সক্রিয় ইরান




২০১০ সালে পারমাণবিক স্থাপনায় স্টাক্সনেট ভাইরাস হামলার পর থেকেই সাইবার নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে ইরানএর মাধ্যমে স্টাক্সনেটের মতো তিকর ভাইরাস থেকে বাঁচার পাশাপাশি পাল্টাহামলা চালাতে সম সাইবার নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলেছে ইরানসম্প্রতি ইরানের এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন, ইলেকট্রনিক যুদ্ধের অংশ হিসেবে শত্রুদের যেকোনো যোগাযোগব্যবস্থা বিকল করে দিতে সম ইরানএর আগে ইরানের বেশ কিছু শিল্পকারখানাসহ একটি তেল টার্মিনাল এবং তেলত্রেগুলোর কম্পিউটারে ব্যাপক সাইবার হামলা হয়েছেএ কারণে সাইবার নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে ইরান তবে ইরানের নতুন নিরাপত্তাব্যবস্থাকে মার্কিন সামরিক বাহিনী হুমকি হিসেবে দেখছেইরান এ মুহূর্তে যুক্তরাষ্ট্রে সাইবার হামলায় সম কি না, তা নিয়ে কিছুটা বিভ্রান্তিকর অবস্থায় রয়েছে মার্কিন সামরিক বাহিনীএর আগে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনার বেশির ভাগ সেন্ট্রিফিউজ নষ্ট হয়ে যায় তখন স্টাক্সনেট ভাইরাসটি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে তৈরি করেছিল ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিযোগ রয়েছে, শান্তিপূর্ণ কার্যক্রমের আড়ালে পারমাণবিক বোমা তৈরি করতে চেষ্টা করছে ইরানপশ্চিমা বিশ্লেষকেরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র-ইসরাইলসহ শত্রুভাবাপন্ন উপসাগরীয় দেশগুলোর ওপর সাইবার হামলা চালাচ্ছে ইরানদেশটিকে পরমাণু সমৃদ্ধকরণ থেকে বিরত রাখতে চায় অন্যরাইরানের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানা খুবই কঠিনতবে নাতানজের ঘটনায় ইরানিরা বেশ ুব্ধসে কারণেই এ ধরনের কার্যক্রমে উদ্বুদ্ধ হয়েছে ইরানএখন সময় ইরানের নতুন সমতাকে আমলে নেয়ারধীরে ধীরে ইরানের সমতা আরো বাড়বে এবং পর্যায়ক্রমে তা যুক্তরাষ্ট্রের প্রতি হুমকি হয়ে দাঁড়াবেঅচিরেই তাদের সাইবার দলের সদস্যসংখ্যা এক হাজার থেকে ছয় হাজারে উন্নীত করা হবে বলে জানা গেছে

News by: www.dailynayadiganta.com

0 comments: