News- গিগাবাইটের নতুন সাশ্রয়ী প্যাকেজ


গিগাবাইটের নতুন সাশ্রয়ী প্যাকেজ




সম্প্রতি রাজধানীর একটি হোটেলে গিগাবাইটের প্রযুক্তিপণ্য নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছেসম্মেলনে উপস্থিত ছিলেন গিগাবাইটের সেলস ডিরেক্টর অ্যালান চ্যান, গিগাবাইটের এশিয়া প্যাসিফিক অঞ্চলের সেলস ইনচার্জ অ্যালান সু, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের জেনারেল ম্যানেজার জাফর আহমেদ এবং গিগাবাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা আনাস খানবাংলাদেশের তথ্যপ্রযুক্তি বাজার সম্পর্কে অ্যালান চ্যান বলেন, ‘বাংলাদেশের তথ্যপ্রযুক্তি বাজার খুবই সম্ভাবনাময়আমরা এই বাজারে আমাদের পণ্য ও সেবার মান আরো বাড়াতে দৃঢ়প্রতিজ্ঞঅনুষ্ঠানে যারা স্বল্পখরচে গুণগত মানের কম্পিউটার কেনার কথা চিন্তা করেন তাদের জন্য গিগাবাইটের দুটি মডেলের থ্রি ইন ওয়ান প্যাকেজ উন্মুক্ত করা হয়েছেপ্যাকেজগুলোর মডেল হচ্ছে জিএ-ই৩৫০এন ও ডি৪২৫টিইউডিউভয় প্যাকেজেই রয়েছে একটি গিগাবাইট মাদারবোর্ড, একটি ডুয়ালকোর প্রসেসর এবং একটি গ্রাফিক্স কার্ডতিন বছরের বিক্রয়োত্তর সেবাসহ প্যাকেজ দুটির দাম যথাক্রমে ছয় হাজার ৫০০ টাকা ও ছয় হাজার ২০০ টাকাএই প্যাকেজগুলোর মাধ্যমে মাত্র ১৫ হাজার টাকার মধ্যে গুণগত মানের একটি এন্ট্রি-লেভেল কম্পিউটার কেনা যাবে


News by: www.dailynayadiganta.com

0 comments: